শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ১০:৩২:৩৮

‘আরাভ খানের স্বর্ণ ব্যবসার সঙ্গে সাকিব জড়িত কিনা খতিয়ে দেখছে গোয়েন্দারা’

‘আরাভ খানের স্বর্ণ ব্যবসার সঙ্গে সাকিব জড়িত কিনা খতিয়ে দেখছে গোয়েন্দারা’

এমটিনিউজ২৪ ডেস্ক : পুলিশ পরিদর্শক হত্যা মামলার আসামি দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের স্বর্ণ ব্যবসার সঙ্গে ক্রিকেট তারকা সাকিব আল হাসান জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

শুক্রবার (১৭ মার্চ) বাংলা ট্রিবিউনকে তিনি এ তথ্য জানান। হারুন অর রশিদ বলেন, ‘আরাভ খানের স্বর্ণ ব্যবসার সঙ্গে সাকিব আল হাসান জড়িত কিনা এসব বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে। তদন্তের প্রয়োজনে সাকিব আল হাসানকেও জিজ্ঞাসাবাদ করা হবে। ক্রিকেটার সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশ থেকে আরও যারা দুবাইয়ে আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধনের সময় সেখানে উপস্থিত ছিলেন তাদের বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।’

গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের পেছনে বাংলাদেশের কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে গোয়েন্দারা। এরই মধ্যে পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার চার্জশিট দেওয়া হয়েছে। তারপরও তদন্ত কর্মকর্তারা আসামি কোথায় রয়েছে সেসব বিষয়ে খোঁজখবর রাখেন। তদন্তে এবং খোঁজখবর রাখার ধারাবাহিকতায় আমরা নিশ্চিত হই সে দুবাই অবস্থান করছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যম পর্যালোচনা করে আমরা জানতে পারি, এই আরাভ খান হচ্ছে রবিউল ইসলাম। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন নাম ধারণ করেছে সে। আরাভ খানই মূলত ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ ইন্সপেক্টর মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি।’

২০১৮ সালের ৮ জুলাই রাজধানীর বনানীর একটি বাসায় গিয়ে খুন হন বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান। পরদিন তার মৃতদেহ বস্তায় ভরে গাজীপুরের উলুখোলার একটি জঙ্গলে নিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সূত্র: বাংলা ট্রিবিউন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে