ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার গেটে সাঁটানো রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতের সমনের কপিটি হঠাৎ উধাও।
জানা গেছে, বুধবার সকালেই দেয়ালে সাঁটানো সেই কাগজের সমনটি ছিঁড়ে ফেলা হয়। এ বিষয়ে চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবীর খান জানিয়েছেন, তিনি কিছুই জানেন না।
মঙ্গলবার সন্ধ্যায় আদালতের কর্মকর্তারা খালেদা জিয়ার বিরুদ্ধে সমন নিয়ে গুলশানের বাসায় যান। কিন্তু বাসার কেউ সেটি গ্রহণ না করায় গেটেই সমনের কপিটি সাঁটানো হয়।
উল্লেখ্য, একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সোমবার সকালে রাষ্ট্রদ্রোহের মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী।
ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মামলা আমলে নিয়ে খালেদা জিয়াকে ৩ মার্চের মধ্যে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
সেই সমনের কপিই মঙ্গলবার সন্ধ্যায় আদালত থেকে খালেদা জিয়ার গুলশানের বাসভবনে পাঠানো হয়।
২৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম