শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ০৪:৪৬:০২

মানুষের ভিড় মাঝরাত থেকে : টিসিবির পণ্য নিতে

মানুষের ভিড় মাঝরাত থেকে : টিসিবির পণ্য নিতে

এমটিনিউজ২৪ ডেস্ক : পবিত্র মাহে রমজান শুরু। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস অবস্থা। সে জন্য মাঝরাতেও টিসিবির পণ্য নিতে শত শত মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। রমজানকে ঘিরে নিত্যপণ্যের দাম আরও বেড়েছে। বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। এ অবস্থায় সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু করেছে সরকার। 

টিসিবির সরবরাহকারীর মাধ্যমে ফ্যামিলি কার্ড দিয়ে পণ্য বিক্রি শুরু হয়েছে। তাই কিছুটা সাশ্রয়ের আশায় টিসিবির পণ্য পেতে রাতেও সরবরাহ গুদামের সামনে ভিড় করতে দেখা গেছে শত শত মানুষকে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায়  রামপুরায় টিসিবির একটি পণ্য সরবরাহ পয়েন্টে এমন চিত্র দেখা যায়।

এদিন ওই জায়গায় টিসিবির ডিলারের পণ্য এসেছে রাত সাড়ে ৮টায়। সেটা জেনে যান ওই এলাকার কিছু ফ্যামিলি কার্ডধারী ক্রেতা। এরপর একে অন্যকে জানিয়েছেন মোবাইলে। ঘণ্টাখানেকের মধ্যে সেখানে শত শত ক্রেতার লাইন পড়ে যায়। বাধ্য হয়ে রাত সাড়ে ১০টায় পণ্য বিক্রি শুরু করেন ডিলার।

সারাদেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সাশ্রয়ী দামে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে সরকার। তবে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রিতে বিশৃঙ্খলার কারণে টিসিবির সরবরাহকারীর মাধ্যমে ফ্যামিলি কার্ড দিয়ে পণ্য বিক্রি শুরু হয়েছে। 

ফ্যামিলি কার্ড নিয়েও সরবরাহকারীর দোকানের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে নিম্নআয়ের মানুষদের। সময়-অসময়ে তারা পণ্য পেতে ধরনা দিচ্ছেন। সরেজমিনে সেখানে শত শত মানুষের লাইন দেখা যায়। লাইনে পুরুষের থেকে নারীর সংখ্যাই বেশি। 

তারাবি শেষে আশপাশের এলাকা থেকে পুরুষরা আসছেন। যে পরিমাণ মানুষ লাইনে দাঁড়িয়েছেন তাতে সেহরি পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চালাতে হতে পারে বলে জানান ডিলারের কর্মচারীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে