শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ১২:২৯:০২

আরাভকে নিয়ে যে শঙ্কা, বিষয়টি জানানো হয়েছে ইন্টারপোলকে

আরাভকে নিয়ে যে শঙ্কা, বিষয়টি জানানো হয়েছে ইন্টারপোলকে

এমটিনিউজ২৪ ডেস্ক : পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাই থেকে পালাতে পারেন বলে আশঙ্কা করছে তদন্তসংশ্লিষ্ট দেশের পুলিশ সংস্থাগুলো। এমন শঙ্কার কথা জানিয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মনজুর রহমান বলেন, পলাতক আসামি আরাভ ওরফে রবিউল যাতে দুবাই থেকে অন্য কোথাও যেতে না পারেন, সে বিষয়টি ইন্টারপোলকে জানানো হয়েছে। তাঁকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য পুলিশ সদর দপ্তরে এনসিবি শাখা কাজ করছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সূত্র গত রাতে জানিয়েছে, আরাভ দুবাই পুলিশের নজরদারির মধ্যেই আছে। তাদের কাছে খবর আছে, আরাভ আমেরিকা, কানাডা বা অন্য দেশেও পালিয়ে যেতে পারেন। ওইসব দেশের পাসপোর্ট রয়েছে তাঁর। 

জানতে চাইলে ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, আরাভের বিষয়ে বাংলাদেশে অবস্থিত দুবাই দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁদের। আরাভের পেছনে কারা জড়িত রয়েছে, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তের প্রয়োজনে ক্রিকেটার সাকিব আল হাসানসহ আরো অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তাঁরা তদন্ত অব্যাহত রেখেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে