শনিবার, ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৪২:১৭

এবার ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত নিলো যে দেশ

এবার ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত নিলো যে দেশ

এমটিনিউজ২৪ ডেস্ক : ওমান সরকার ভিসার অপব্যবহার রোধে পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওমানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ নাভিদ সাফদার বোখারি বিষয়টি নিশ্চিত করেছেন।

এক ভিডিও বার্তায় রাষ্ট্রদূত বোখারি জানান, অনেক পাকিস্তানি নাগরিক ভিজিট ভিসায় ওমানে গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন বা কাজ করছেন। এর ফলে দেশটির শ্রমবাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে।

এই অনিয়ম ঠেকাতে ওমান সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পাকিস্তান দূতাবাস এ সমস্যা সমাধানে ওমান সরকারের সঙ্গে কাজ করছে।

এর আগে, বাংলাদেশি নাগরিকদের জন্যও ওমান সরকার সব ধরনের ভিসায় নিষেধাজ্ঞা আরোপ করেছিল। বর্তমানে দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা বন্ধ রয়েছে। ভারত ও পাকিস্তানের নাগরিকদের জন্যও ভিসা সীমিত রাখার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল। তবে এবারই প্রথম পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি এলো।

ওমান সরকারের এই সিদ্ধান্তে দেশটির শ্রমবাজারে সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে রাষ্ট্রদূত জানিয়েছেন, আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে