নিউজ ডেস্ক : আবাসিক খাতে গ্যাসের সমস্যা সহজে দূর হচ্ছে না- এটা গৃহিণীদের জন্য দুঃসংবাদই বটে। গ্যাসের সমস্যায় দারুণ সমস্যা হচ্ছে গৃহিণীদের। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগেই বলেছি আবাসিক খাতে গ্যাসের সমস্যা থাকবে। যারা গ্যাস ব্যবহার করছেন আর যারা করছেন না তারা যেন ধীরে ধীরে এলপিজিতে চলে যান।
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনে ‘ন্যাশনাল সেমিনার অন রিনিউয়েবল অ্যানার্জি’ শীর্ষক তিন দিনব্যাপী জাতীয় সেমিনার ও নবায়নযোগ্য শক্তি প্রযুক্তির সরঞ্জামাদির এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নসরুল হামিদ বলেন, আমাদের টার্গেট পরিকল্পিত শিল্প এলাকায় গ্যাস সরবরাহ করা। আবাসিক খাত থেকে শিল্প খাতকেই বেশি প্রাধান্য দেয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
বক্তব্য রাখেন সাসটেইনেবল রিনিউয়েবল অ্যানার্জি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সিকদার, প্র্যাক্টিক্যাল অ্যাকশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, সোলার অ্যানার্জি সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মোহতাশাম হোসেন প্রমুখ।
২৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম