সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ০৭:৩৪:২৭

আবারও আগুন কাপ্তানবাজারে, নিহত ১ : নিয়ন্ত্রণে ৭টি ইউনিট

আবারও আগুন কাপ্তানবাজারে, নিহত ১ : নিয়ন্ত্রণে ৭টি ইউনিট

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর সিদ্দিকবাজার, সায়েন্সল্যাবে বিস্ফোরণে আগুন লাগা ও হতাহতের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও আগুন লেগেছে। কাপ্তানবাজারের জয়কালী মন্দিরের পাশে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের সুইপার কলোনিতে রোববার দিবাগত রাত সোয়া ৩টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর ঋষি চাকমা। তিনি বলেন, রাত ৩টা ২০ মিনিটে আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় ভোর সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ১ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

ঋষি চাকমা আরও বলেন, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও তিনটি ইউনিট যোগ দেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছে ৩টা ২৬ মিনিটে। এরপর মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি বলেন, সর্বশেষ রাত ৪টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে একজন আহত হয়েছেন। যাকে ফায়ার সার্ভিসের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে