এমটিনিউজ২৪ ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির কর্মসূচি নিঃসন্দেহে রমজানের পবিত্রতা নষ্ট করেছে। বিএনপির এ ধরনের খোঁচানিতে সরকারের কিছু আসে যায় না।
আজ রবিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, 'আমরা কখনো শুনি নাই, দেখি নাই পবিত্র রমজানের মধ্যে রাজনৈতিক কর্মসূচি দিয়ে রাস্তায় ব্যারিকেড তৈরি করে পুলিশের সঙ্গে সংঘর্ষ করে। এখন রমজানেও বিএনপি মানুষকে নিস্তার দিচ্ছে না।'
তিনি আরো বলেন, 'বিএনপির কর্মসূচি নিঃসন্দেহে রমজানের পবিত্রতা নষ্ট করেছে। তারা ইসলামের কথা বলে অথচ রমজানের পবিত্রতা নষ্ট করে কর্মসূচি পালন করছে। এটি অনভিপ্রেত, দুঃখজনক, তাদের অপরাজনীতির বহিঃপ্রকাশ।'
অভিযোগ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘তাদের রাজনীতিই হচ্ছে সহিং'সতার রাজনীতি। তারা ২০১৩, ১৪, ১৫ সালে পেট্রলবো'মা নিক্ষে'প করে মানুষ হ'ত্যা করেছে, জীবন্ত মানুষে পু'ড়ি'য়ে হ'ত্যা করেছে। যারা রাজনীতি জানে না, বুঝে না, করে না তাদেরকে পু'ড়িয়ে হ'ত্যা করেছে।’