সোমবার, ০৩ এপ্রিল, ২০২৩, ১০:৩৯:৩২

এই প্রথম দেশ থেকে রফতানি হলো কাঁচকলা

এই প্রথম দেশ থেকে রফতানি হলো কাঁচকলা

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে রফতানি হয়েছে কাঁচকলা। এবারই প্রথম দেশ থেকে কাঁচকলা রফতানি হলো। গত ৩১ মার্চ কাঁচকলা নিয়ে জাহাজটি মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়। এর আগে বিমানের পাশাপাশি জাহাজে করে বিভিন্ন দেশে টমেটো, তরমুজ, পেয়ারা, আলু, লাউসহ বিভিন্ন ধরনের সবজি রফতানি হয়ে আসছিল।

সোমবার চট্টগ্রাম সমুদ্রবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক নাছির উদ্দীন বলেন, ‘সাত্তার ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান মালয়েশিয়ায় কাঁচকলা রফতানির জন্য গত ৩০ মার্চ আবেদন করে। আমরা যাচাই-বাছাই শেষে ওইদিনই রফতানির অনুমতি দিয়েছি। ওই প্রতিষ্ঠানটি ৪.৫ মেট্রিক টন কাঁচকলা মালয়েশিয়ায় রফতানি করেছে। এর আগে জাহাজে করে কাঁচকলা বিদেশে রফতানি হয়নি। বগুড়ার শিবগঞ্জ থেকে এসব কাঁচকলা সংগ্রহ করা হয়। রফতানির বিষয়টি ছিল পরীক্ষামূলক।’

রফতানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডএফ এজেন্ট স্কাই সি ল্যান্ডের ম্যানেজার তৌহিদুল ইসলাম বলেন, ‘৪.৫ টন কলাভর্তি শীতাতপ নিয়ন্ত্রিত কন্টেইনার বহনকারী জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে সম্প্রতি মালয়েশিয়ার পোর্ট কেলাংয়ের উদ্দেশে যাত্রা করেছে। কলার পণ্য চালানটির মূল্য ছয় হাজার মার্কিন ডলার। ওই চালানটিতে ১৭ মেট্রিক টন গোল আলুও ছিল।’

চট্টগ্রাম ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রানা বলেন, ‘এর আগে জাহাজে করে কলা রফতানি হয়নি। এটিই প্রথম। মালয়েশিয়ায় এসব কলা রফতানি হয়েছে। জাহাজের পাশাপাশি বিমানের কার্গো এবং যাত্রী ফ্লাইটে করেও দেশে উৎপাদিত সবজি বিভিন্ন দেশে রফতানি করা হয়।’

চট্টগ্রাম ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সূত্র জানায়,  চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইনসহ পৃথিবীর বিভিন্ন দেশে সবজি রফতানি হয়। বিশেষ করে ওইসব দেশে বসবাস করা বাংলাদেশিদের মধ্যে দেশি সবজি ও ফলমূলের চাহিদা বেশি। তাদের চাহিদা মেটাতে চট্টগ্রাম থেকে প্রায় ১৫টি প্রতিষ্ঠান সবজি রফতানি করে থাকে। বাংলাদেশ থেকে প্রায় ৪০ ধরনের তাজা শাকসবজি ও ফলমূল রফতানি হয়ে থাকে। এরমধ্যে চাহিদা বেশি দেশি আলু, কচু, কচুর লতি, কচুর ফুল, কচুরমুখী, করোলা, তিত করলা, লাউ, চিচিঙ্গা, ফুলকপি, বাঁধাকপি, পটল, বেগুন, ঝিঙ্গা, শসা, শিমের বিচি ইত্যাদি। তাজা ফলমূলের মধ্যে রয়েছে কাঁঠাল, লিচু, জলপাই, কালোজাম, আনারস, পানিফল, পান ইত্যাদি।-বাংলা ট্রিবিউন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে