মঙ্গলবার, ০৪ এপ্রিল, ২০২৩, ১০:০২:১৫

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী

এমটিনিউজ২৪ ডেস্ক : আগুনের কি ভয়াবহতা। রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বাংলাদেশ নৌবাহিনীর টিম যোগ দিয়েছে। নৌবাহিনীর ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে কাজ করছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। নৌবাহিনীর দুটি ইউনিটের ১২ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। নৌবাহিনীর সাব-অফিসার ফায়ার ফাইটার সিরাজ ঢাকা পোস্টকে বলেন, ৮টা ২০ মিনিটের দিকে আমরা এখানে কাজ শুরু করেছি।

আমাদের দুটি ইউনিট কাজ করছে। এ ছাড়া বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর কয়েকটি সাহায্যকারী দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এদিকে, বঙ্গবাজারে লাগা আগুন এখনো বাড়ছে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট। ফায়ার সার্ভিস অধিদপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের সদস্যরা মার্কেটের চার দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে। বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, আগুনের কারণে ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে বঙ্গবাজারের আকাশ। ভয়াবহ এ আগুনের কারণে প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বাড়ছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে ঢাকায় ফায়ার সার্ভিসের যত ইউনিট আছে সব ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, প্রয়োজন হলে সব ইউনিট কাজ করবে, না হলে চলে আসবে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে