মঙ্গলবার, ০৪ এপ্রিল, ২০২৩, ০৯:০১:২৫

আগুন কেড়ে নিয়েছে সব, ক্যাশ বাক্সটি নিয়ে কাঁদছেন ফিরোজ!

আগুন কেড়ে নিয়েছে সব, ক্যাশ বাক্সটি নিয়ে কাঁদছেন ফিরোজ!

এমটিনিউজ২৪ ডেস্ক : হাতে একটি ক্যাশ বাক্স নিয়ে কিছুটা ধীরগতিতে হাঁটছিলেন সিরাজুল ইসলাম ফিরোজ। বঙ্গবাজারের আগুনে পুড়ে যাওয়ার আগে নিজ প্রতিষ্ঠান আফসার ফ্যাশন থেকে শুধু এই একটি জিনিসই উদ্ধার করেছেন তিনি। সব হারানোর মাঝে ক্যাশ বাক্সে থাকা ৫৫ হাজার টাকাই এখন তার একমাত্র সম্বল। আর এই ক্যাশ বাক্সটি নিয়ে কাঁদছেন ফিরোজ!

বিকেল ৪টায় সরকারি কর্মচারী হাসপাতালের সামনের রাস্তায় ফিরোজের সঙ্গে কথা হয় কালের কণ্ঠ’র। উদ্ধার করা ক্যাশ বাক্স নিয়ে রাজধানীর মুগদায় নিজ বাসায় ফিরছিলেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে ৫০ লাখ টাকার নতুন মাল উঠাইছিলাম। কয়েক ঘণ্টার আগুনে সব পুইড়া গেছে। শুধু ক্যাশ বাক্সটা উদ্ধার করতে পারছি।’

আফসার ফ্যাশন নামক প্রতিষ্ঠানটিতে পাইকারি বিক্রি হতো নারীদের পোশাক। আসন্ন ঈদ উপলক্ষে ৫০ লাখ টাকার ‘ওয়ান পিস’ পোশাক তুলেছিলেন ফিরোজ। আগুনে পুড়ে ছাই হয়েছে গোডাউনে থাকা পোশাকের পুরোটাই।

ফিরোজ বলেন, ‘দোকান থেকে কিছু মাল বাইর করতে পারছিলাম। এরপর আগুন দোকানে চইলা আইছে। গোডাউনের মাল তো সব পুইড়া শেষ।’ মঙ্গলবার ভোরে ঘটা ভয়াবহ অগ্নিকাণ্ডে রাজধানীর বঙ্গবাজার মার্কেট কমপ্লেক্সের সাতটি মার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে। ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের ঘটনায় মার্কেটের কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে আগুন নেভাতে গিয়ে আহত হন ফায়ার সার্ভিসের আট কর্মী। তাদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে