বুধবার, ০৫ এপ্রিল, ২০২৩, ১১:১৭:২২

আমরা নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছি : পররাষ্ট্রমন্ত্রী

আমরা নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছি : পররাষ্ট্রমন্ত্রী

এমটিনিউজ২৪ ডেস্ক : আমেরিকার মতো আমরাও স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন চাই মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, 'এ নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। আমরা স্বচ্ছ ব্যালট বাক্স করেছি। আগে ভুয়া হতো। এখন যেন না হয়, সে জন্য আমরা স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছি। তারাই ইলেকশন করবে।'

আজ বুধবার (৫ এপ্রিল) হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাপানি ভাষায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের গ্রাফিক নোবেল বইয়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আসন্ন আমেরিকা সফর প্রসঙ্গে তিনি বলেন, 'আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন আমাকে দাওয়াত দিয়েছেন। আমি বলতে চাই, আমি লাকি। কারণ আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী তো সচরাচর দাওয়াত দেন না। আমরা পর পর তিনবার পেলাম।'

পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমাদের উন্নয়নের মহাসড়কে যথেষ্টে গুরুত্ব দিচ্ছে আমেরিকা এবং আমাদের সম্পর্কের উন্নতি হয়েছে। দুই বছর ক'রোনার সময় আমাদের আনাগোনা কম ছিল। আমি যাব, তার আমন্ত্রণ আমি গ্রহণ করেছি। আমেরিকা আমাদের সবচেয়ে বড় বন্ধু দেশ। আমাদের এক্সপোর্টের এক নম্বর দেশ।'

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে কী আলাপ হবে জানতে চাইলে তিনি বলেন, 'বাণিজ্য যেন বাড়ানো যায়, সেই নিয়ে আলাপ হবে। আর তারা চায়, বাংলাদেশে যেন স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন হয়। আওয়ামী লীগের নীতিও নির্বাচন। আমরা নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছি।'

তিনি বলেন, 'আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। ৩০ লাখ লোক জীবন দিয়েছে গণতন্ত্র সমুন্নত করার জন্যই। সে কারণে আমাদের গণতন্ত্র শেখানোর প্রয়োজন নেই। এটা আমাদের হাড়ে হাড়ে, আমাদের রক্তেই গণতন্ত্র।'

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের আমন্ত্রণে আগামী ৭ এপ্রিল দেশটিতে সফরে যাচ্ছেন ড. মোমেন। সেখানে ১০ এপ্রিল দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে