এমটিনিউজ২৪ ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল ৭ এপ্রিল শুক্রবার থেকে। গতকাল বুধবার বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত জানিয়েছে।
অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শুভঙ্কর ঘোষ গতকাল গণমাধ্যমকে জানান, ১৬ এপ্রিল এবং তারপরের তারিখের টিকিট ৭ এপ্রিল থেকে বিক্রি করা হবে।
উল্লেখ্য, ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিটও ৭ এপ্রিল শুক্রবার থেকে বিক্রি শুরু হবে। এবার ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে।