বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০২৩, ১০:৪৮:১৫

কাকরাইলে আগুন, ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে ফায়ার সার্ভিস

কাকরাইলে আগুন, ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে ফায়ার সার্ভিস

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালের ১৫ তলা ভবনের ১২ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ১০টা ২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আহসান হাবিব  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১০টা ২ মিনিটে ইসলামী ব্যাংক হাসপাতালের ১৫ তলা ভবনের ১২ তলায় অগ্নিকাণ্ডের খবর পাই। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রওয়ানা দিয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে এবং হতাহত আছে কী না তা তৎক্ষণাৎ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে