শুক্রবার, ০৭ এপ্রিল, ২০২৩, ১১:৪৯:১৬

সপ্তাহের ব্যবধানে আরও কমলো ব্রয়লার মুরগির দাম

সপ্তাহের ব্যবধানে আরও কমলো ব্রয়লার মুরগির দাম

এমটিনিউজ২৪ ডেস্ক : সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও বেড়েছে সোনালি মুরগির দাম। বিক্রি হচ্ছে ৩৪০ টাকা কেজিতে। রাজধানীর বাজারে মুরগির দামের অস্থিরতা কাটছে না। তবে কিছুটা স্বস্তি রয়েছে ডিম ও সবজির দামে।

অভিযান আর জরিমানায় গত সপ্তাহে কিছুটা কমলেও আবার বেড়েছে সোনালি মুরগির দাম। কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৪০ টাকায়। তবে কমেছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহে ২২০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন তা কেনা যাচ্ছে ২০০ টাকায়।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে চিনির কেজিতে ৩ টাকা কমানোর ঘোষণা এসেছে। প্রতি কেজি প্যাকেটের চিনি ১০৯ আর খোলা চিনি ১০৪ টাকা বিক্রির কথা বলা হয়েছে। যা কার্যকর হবে শনিবার থেকে। তবে এই দামে কেনা যাবে কিনা তা নিয়ে সন্দিহান ক্রেতারা। কারণ আগের দাম ঘোষণার দুই মাসেও কার্যকর হয়নি।

রোজার শুরুতে শসার দাম কিছুটা বাড়লেও এখন পাওয়া যাচ্ছে ৩০ টাকা কেজিতেই। একই দামে বিক্রি হচ্ছে টমেটো। তবে এখনও চড়া বেগুন ও লেবুর দাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে