এমটিনিউজ২৪ ডেস্ক : পুরান ঢাকার আদালত চত্বর থেকে দুই উগ্রবাদী ছিনতাইয়ের মূল সমন্বয়ক পলাতক উগ্রবাদী সোহেলের স্ত্রী শিখাকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
এ সময় শিখার আশ্রয়দাতাকেও গ্রেফতার করা হয়। তবে তার নাম জানা যায়নি। শুক্রবার রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সিটিটিসি’র অতিরিক্ত কমিশনার মো: আসাদুজ্জামান। তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।
কমিশনার আসাদুজ্জামান বলেন, নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে পলাতক উগ্রবাদী আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবের স্ত্রী শিখা ও তার আশ্রয়দাতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের নিয়ে পলাতক উগ্রবাদীদের গেফতারে অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর ঢাকার নিম্ন আদালত থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। ছিনিয়ে নেয়া পলাতক দুই আসামি হলেন- মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল।