শনিবার, ০৮ এপ্রিল, ২০২৩, ০৯:৩৮:২০

জাতীয় সংসদে হাসির রোল!

 জাতীয় সংসদে হাসির রোল!

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে উত্থাপিত প্রস্তাবের ওপর আলোচনা করছিলেন প্রয়াত মন্ত্রী মোহাম্মদ নাসিমের পুত্র সংসদ সদস্য তানভীর শাকিল জয়। বক্তব্যের একপর্যায়ে তার সময় ফুরিয়ে আসায় স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, নাতি কোটায় আমাকে অল্প একটু সময় বাড়িয়ে দিয়েন, প্লিজ মাননীয় স্পিকার।’ এ সময় সংসদে হাসির রোল পড়ে যায়।

আজ শনিবার দুপুরে তার বক্তৃতাকালে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। তানভীর শাকিল জয় তার বক্তব্যের শেষ পর্যায়ে এসে সময় বাড়ানোর দাবি জানান। তিনি বলেন, ‘মাননীয় স্পিকার আরেকটু সময় দেবেন। নাতি কোটা... প্লিজ মাননীয় স্পিকার।’ এ সময় সংসদ সদস্যদের সঙ্গে স্পিকার নিজেও হেসে ফেলেন। জবাবে তিনি বলেন, ‘আচ্ছা, আর দুই মিনিট বলুন।’

গতকাল শুক্রবার সংসদের বিশেষ অধিবেশনে স্মারক বক্তৃতায় সকলকে শুভেচ্ছা জানানোর সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, প্রথম সংসদে আমি যাদের সঙ্গে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম, তাদের ছেলে-মেয়ে, এমনকি নাতি-নাতনিরাও এখন এই সংসদের সদস্য। 

তানভীর শাকিল জয় জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর নাতি। এম মনসুর আলী মুক্তিযুদ্ধের প্রাক্কালে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে গঠিত বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার পুত্র মোহাম্মদ নাসিমও পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা এবং ১৯৯৬-২০০১ সময়কালে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

পিতা ও পিতামহের পথ অনুসরণ করে তানভীর শাকিল জয়ও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়েছেন। তিনি ৯ম ও ১১তম জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে