সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ০৫:৪৩:৩৫

দামে রেকর্ড করার পর অবশেষে কমল স্বর্ণের দাম

দামে রেকর্ড করার পর অবশেষে কমল স্বর্ণের দাম

এমটিনিউজ২৪ ডেস্ক : দামে রেকর্ড করার পর দেশের বাজারে সোনার দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে প্রায় দুই হাজার টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস।

সোমবার (১০ এপ্রিল) বাজুসের স্ট্যান্ডি কমিটি অন প্রাইসিং অ্যান্ড মনিটরিং সভায় এই সিদ্ধান্ত হয়।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ৯৭ হাজার ১৬১ টাকা পড়বে। যা এর আগে ৯৯ হাজার ১৪৪ টাকায় পৌঁছে গিয়েছিল। সে হিসেবে ভরিতে এক হাজার ৯৮৩ টাকা কমেছে। 

আগামীকাল মঙ্গলবার (১১ এপ্রিল) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।এর আগে গত ১ এপ্রিল সব থেকে ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম ভরিতে দুই হাজার ৭২৮ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ১৪৪ টাকা নির্ধারণ করে বাজুস। এটাই ছিল দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

গত কয়েক মাস ধরেই দেশের বাজারে সোনার দামে অস্থিরতা বিরাজ করছে। সকাল-বিকেল দাম পরিবর্তনের ঘটনাও ঘটেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে