এমটিনিউজ২৪ ডেস্ক : বাজারে যে হারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে করে চোরাচালানো বেড়েই চলেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ১০টি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। যার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
গতকাল সোমবার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক। তিনি বলেন, সোমবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৫ নম্বর লাগেজ বেল্ট এলাকার ফ্রি টেলিফোন বুথের পার্শ্ববর্তী লাল রঙয়ের প্লাস্টিকের ডাস্টবিনের ভেতর থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি দন্ড সদৃশ্য সন্দেহজনক বস্তু পাওয়া যায়।
‘এরপর বিমানবন্দরে কর্মরত সব সংস্থার উপস্থিতিতে মোড়ানো দুটি বস্তুর ভেতর থেকে লুকানো অবস্থায় ১০টি সোনার বার (১১৬ গ্রাম করে প্রতিটি বার) পাওয়া যায়। যার ওজন ১ কেজি ১৬০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।’
অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক আরও জানান, উদ্ধার সোনার বারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কাস্টমসের গুদামে জমা করা হয়েছে।