এমটিনিউজ২৪ ডেস্ক : গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, এসি বিস্ফোরণ ও শর্টসার্কিট থেকে অগ্নি দুর্ঘটনায় মৃত্যুর মিছিল দিন দিন শুধু ভারি হচ্ছে। রাজধানী মিরপুরের ৬০ ফুট বারেক মোল্লা রোড এলাকায় একটি বাসায় এসি মেরামতের সময় বিস্ফোরণ হয়ে দুইজন দগ্ধ হয়েছেন।
তারা হলেন- মো. কামরুজ্জামান জাহিদ (৩৫) ও মো. সিহাব (২০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে। সোমবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে রাত ১০টার দিকে নেওয়া হয়। দুইজনই চিকিৎসাধীন রয়েছে। তাদের নিয়ে আসা প্রতিবেশী মো. রাহুল জানান, মিরপুর ৬০ ফিট এলাকায় একটি বাসায় এসির কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়ে দুজন দগ্ধ হয়।
পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর থেকে এসির কাজ করার সময় দগ্ধ হয়ে দুইজন ঢাকা মেডিকেলে এসেছে।
তাদের মধ্যে মো. কামরুজ্জামান জাহিদকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। মো. শিহাব নামে আরেক জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে তার মুখমন্ডল কালো হয়ে গেছে।