এমটিনিউজ২৪ ডেস্ক : এক সপ্তাহ পর তদন্ত কমিটির রিপোর্টে জানা গেল রাজধানীর বঙ্গবাজার কমপ্লেক্সের আদর্শ ইউনিটের তৃতীয় তলায় একটি এমব্রয়ডারি টেইলার্স থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তদন্ত কমিটি বলছে, সিগারেট অথবা মশার কয়েলের আগুন থেকে এ ঘটনা ঘটেছে। এতে ৩ হাজার ৮৪৫ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে।
আর ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০৫ কোটি টাকা। মঙ্গলবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে এ প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। ঢাকা দক্ষিণ সিটির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, তদন্ত কমিটির সদস্যদের মধ্যে প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, রমনা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মামুনুল হক এবং সংরক্ষিত আসন-৫ এর কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলী প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ৪ এপ্রিল ভোরে বঙ্গবাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যেই বঙ্গবাজারের সব দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনা তদন্ত, ক্ষতিগ্রস্তদের তালিকা এবং ক্ষতি নিরূপণে ওই দিনই আট সদস্যের কমিটি গঠন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
আগুন লাগার সময় মার্কেটের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আট প্রহরী, একজন ইলেকট্রিশিয়ান, কর্মরত ব্যবসায়ী, ব্যবসায়ী নেতাসহ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করেছে কমিটি।