বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ০৪:২৮:৪৫

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সহ বাস খাদে

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সহ বাস খাদে

এমটিনিউজ২৪ ডেস্ক : আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে ঈদে ঘরে ফেরা ৪২ যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে একটি বাস। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১৯ এপ্রিল) সকাল ১০টার মহাসড়কের বাইপাইল ত্রীমোড়ের বিএনসিসির শাখা সড়কের সামনে এ ঘটনা ঘটে। বাসের যাত্রীরা জানান, প্রায় ৪২ জন যাত্রী নিয়ে ঢাকা এক্সপ্রেস নামের বাসটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। সড়ক ফাঁকা থাকলেও বাসটি বাইপাইল মোড়ের একটু আগেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

আশুলিয়া বাইপাল ট্রাফিক বক্সের ট্রাফিক ইনচার্জ (টিআই) জাহিদুর রহমান জানান, বুধবার সকালে বাসটি দ্রুতগতিতে চন্দ্রার দিকে যাচ্ছিল। এ সময় ‘ব্রেক ফেইল’ হয়ে বিএনসিসির শাখা সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় কেউ আহত ও নিহত হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে