বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ০৮:০০:৩৫

ঈদের দিন যেসব জেলায় জনজীবন অতিষ্ঠ হওয়ার মতো গরম থাকবে

ঈদের দিন যেসব জেলায় জনজীবন অতিষ্ঠ হওয়ার মতো গরম থাকবে

এমটিনিউজ২৪ ডেস্ক : চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ অথবা ২৩ এপ্রিল দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই।

এদিকে আবহাওয়া অফিস বলছে, আগামী ২১ এপ্রিলের পর ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে। ২২ ও ২৩ এপ্রিল দেশের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তাপদাহ কমতে অথবা স্বাভাবিক হতে আরও এক সপ্তাহের বেশি সময় লাগতে পারে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, ২১ এপ্রিল থেকে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

এদিকে উত্তরাঞ্চলে বেশ কয়েকটি জেলায় আবহাওয়ার সুখবর নেই। রাজশাহী, দিনাজপুর, পাবনা, চুয়াডাঙ্গাতে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এ ছাড়াও পঞ্চগড়, নীলফামারী, রংপুর, মৌলভীবাজার, রাঙামাটি, বান্দরবন, রাজশাহী, খুলনা বিভাগের অবশিষ্টাংশ, বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। এসব জেলায় ঈদে জনজীবন অতিষ্ঠ হওয়ার মতো গরম থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে