বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ০৯:৩৯:২৮

ঈদের চাঁদ দেখা যাওয়া নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

ঈদের চাঁদ দেখা যাওয়া নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

এমটিনিউজ২৪ ডেস্ক : শাওয়াল মাসের চাঁদ ২১ এপ্রিল বাংলাদেশের আকাশে দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেক্ষেত্রে এবার রোজা হবে ২৯টি। বুধবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ এপ্রিল (২৯ রমজান) সন্ধ্যা ৭টা ৩৯ মিনিট পর্যন্ত শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। এদিন চাঁদ দেখা গেলে ২২ এপ্রিল শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, চাঁদের অলটিটিউড ৬ ডিগ্রি বেশি হলে খালি চোখে দেখা যায়। ২১ এপ্রিল ১৬ ডিগ্রি থাকবে। উল্লেখ্য, গত কয়েক বছর ৩০ রমজান পূর্ণ হয়েছে। মধ্যপ্রাচ্যে এবার শনিবারে ঈদ হতে পারে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে