এমটিনিউজ২৪ ডেস্ক : নেত্রকোণার বিস্তীর্ণ হাওরজুড়ে শোভা পাচ্ছে সোনালি ধানের সমারোহ। বৈশাখের শুরুতেই হাওরের একমাত্র ফসল বোরো ধান কাটা পুরোদমে শুরু হয়েছে। ফলে ধান কাটা ও ঘরে তোলা নিয়ে চলছে উৎসবের আমেজ। এতে কৃষকের পাশাপাশি সমান তালে ব্যস্ত সময় পার করছেন কৃষাণীরা।
গত কয়েক বছর ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবর্ষণে নেত্রকোণার কৃষকদের জমির বোরো ধান তলিয়ে গেছে। এবার বন্যার আশঙ্কায় জেলার হাওরের বোরো ধান কেটে ঘরে তুলতে মাইকে প্রচারণা চালাচ্ছে কৃষি বিভাগ।
মঙ্গলবার (১৮ এপ্রিল) পর্যন্ত জেলার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী ও কলমাকান্দা এলাকায় ৪০ শতাংশের বেশি ক্ষেতের বোরো ধান কাটা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে শতভাগ ধান কাটার কথা জানায় কৃষি বিভাগ।
আবহাওয়া বিভাগের বরাতের জানা গেছে, আগামী ২৩ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ভারতের মেঘালয় রাজ্যের চেরা পুঞ্জিতে টানা ১১ দিন ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিসহ ভারী বৃষ্টিপাতে হাওরাঞ্চলে আগাম বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দ্রুত হাওরের পাকা ধান কেটে ফেলতে নির্দেশ দেয়া হয়েছে।
কৃষি অধিদপ্তর সূত্রে জানায়, জেলায় এক লাখ ৮৪ হাজার ৭৩৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। এর মধ্যে হাওরে ৪০ হাজার ৯৭৪ হেক্টর জমি রয়েছে। গত এক সপ্তাহ ধরে এসব ক্ষেতের পাকা ধান কাটতে শুরু করেন কৃষকেরা। এবার এখন পর্যন্ত হাওরে পানি না আসায় কৃষকেরা স্বস্তিতে ধান কাটছেন। শ্রমিকদের পাশাপাশি ৭ শতাধিক কম্বাইন্ড মেশিনের সাহায্যে ধান কাটা হচ্ছে।
খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ২৩ এপ্রিলের মধ্যে পাকা ধান কাটা না হলে পাকা ফসল ঝুঁকিতে পড়বে। বন্যা হলে হয়তো ফসলরক্ষা বাঁধের কারণে কয়েক দিন পানি আটকানো সম্ভব হবে। তবে শিলাবৃষ্টি হলে তো সর্বনাশ।’
তিনি আরও বলেন, ‘হাওরে পর্যাপ্ত ধান কাটার মেশিন রয়েছে। কৃষকেরা চাইলে দুই থেকে তিন দিনের মধ্যে সব ধান কেটে ফেলতে পারেন। তবে, মাইকিং করায় কৃষকেরা ধান কাটতে অনেক তৎপর হয়েছেন।’