শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ১১:২১:১৫

বঙ্গবন্ধু সেতু‌ পার হলো ২৪ ঘণ্টায় ৮২৩৯ মোটরসাই‌কেল

বঙ্গবন্ধু সেতু‌ পার হলো ২৪ ঘণ্টায় ৮২৩৯ মোটরসাই‌কেল

এমটিনিউজ২৪ ডেস্ক : রাত পোহাইলেই ঈদ। সে জন্য নাড়ির টানে প্রত্যেকে ছুটছেন গ্রামের বাড়ি। পবিত্র ঈদুল ফিতর‌কে কেন্দ্র করে প‌রিবারের সঙ্গে ঈদ করতে বা‌ড়ি যা‌চ্ছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু‌ পার হয়ে উত্তরবঙ্গ গি‌য়ে‌ছে ৮ হাজার ২৩৯‌টি মোটরসাই‌কেল।

একই সময়ে সেতু পারাপার হ‌য়ে‌ছে ছোট বড় মি‌লি‌য়ে ৪২ হাজার ৩৬৫‌টি প‌রিবহন। এতে সেতুতে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৮৮ লাখ ৬২ হাজার ৬৫০ টাকা। শুক্রবার (২১ এপ্রিল) সকা‌লে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল ‌টো‌ল আদা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

জানা গে‌ছে, বুধবার (১৯ এপ্রিল) রাত ১২টা থে‌কে বৃহস্প‌তিবার (২০ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত সেতুর পূর্বপাড় হ‌য়ে উত্তরবঙ্গ গি‌য়ে‌ছে ২৭ হাজার ৩৬৮‌টি প‌রিবহন। এতে পূর্বপা‌ড়ে টোল আদায় হ‌য়ে‌ছে এক কো‌টি ৬৮ লাখ ৪৯ হাজার ৭৫০ টাকা। এ ছাড়া সেতুর প‌শ্চিমপাড় হয়ে ঢাকা গি‌য়ে‌ছে ১৫ হাজার ৭‌টি পরিবহন। 

এতে টোল আদায় হ‌য়ে‌ছে এক কো‌টি ২০ লাখ ১২ হাজার ৯০০টাকা। বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল বলেন, এ বছর ঈদে সেতু‌তে রেকর্ড প‌রিমাণ মোটরসাই‌কেল পার হ‌য়ে‌ছে। এছাড়া টোল আদায়ও বে‌ড়ে‌ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে