সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ০৭:২৭:৫৭

ঈদের ছুটি শেষ : অফিস-আদালত খুলছে আজ

ঈদের ছুটি শেষ : অফিস-আদালত খুলছে আজ

এমটিনিউজ২৪ ডেস্ক : শেষ হলো ঈদের আনন্দ। টানা ৫দিন ঈদের ছুটি শেষে আজ সোমবার খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। রমজানের আগের সময়সূচি ধরে অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস।

এক মাস রোজা পালন শেষে শনিবার (২২ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সেই ছুটি শেষ হয়েছে গতকাল রোববার।

এ বছর শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে গত ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। ঈদুল ফিতরের ছুটির সঙ্গে ওইদিন (২০ এপ্রিল) বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। 

গ্রামের বাড়িতে আত্মীয়স্বজনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে এক দিন বাড়তি ছুটি ঘোষণার ফলে টানা ৫ দিনের ছুটি পান সরকারি চাকরিজীবীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে