সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ০৮:০০:০৮

চাকুরির পিছে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ ড. শেখ আব্দুর রহিমের

চাকুরির পিছে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ ড. শেখ আব্দুর রহিমের

এমটিনিউজ: প্রফেসর ড. শেখ আব্দুর রহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ব্যবস্থাপনা বিভাগ থেকে সফলতার সহিত পিএইচডি ডিগ্র্রি অর্জন করায় ছাত্র-ছাত্রীরা কেক কেটে তা উৎযাপন করে।

অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে বলেন যে ছাত্র-ছাত্রীরা তার প্রাণ এবং তাদের জন্য যথাসম্ভব তিনি সব কিছু করবেন। ছাত্র-ছাত্রীদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাবেন, যাতে তারা শিক্ষা জীবন শেষ করে সফলতার সহিত কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে। 

তিনি তার বক্তব্যে আরও বলেন, ছাত্র-ছাত্রীদেরকে চাকুরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার জন্য পরামর্শ দেন, যাতে তারা অন্যদেরকে চাকুরি দিতে পারে এবং দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখতে পারে। 

তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক ছাত্র-ছাত্রী উদ্যোক্তা হয়ে দেশ-বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ব্যবসা-বাণিজ্য সফলতার সহিত পরিচালনা করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে