এমটিনিউজ ডেস্ক: দেশের বিষয় নিয়ে ক্ষণে ক্ষণে বিদেশিদের ধরনা দেওয়া দেশবিরোধী কাজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘দেশ আমাদের। এ দেশের মালিক জনগণ। সরকার নির্বাচিত করার, সরকারকে বিদায় দেওয়ার দায়িত্ব কিংবা ক্ষমতা বা এখতিয়ার শুধু জনগণের। এ দেশের সরকার পরিবর্তনের এখতিয়ার বিদেশি কোনো রাষ্ট্রের নেই। এটি বিদেশিদের কাজও নয়।’
তথ্যমন্ত্রী বলেন, ‘যে রাজনৈতিক দল বা যে রাজনৈতিক নেতারা ক্ষণে ক্ষণে দেশের রাজনৈতিক বিষয় নিয়ে বিদেশিদের কাছে ধরনা দেন, বিদেশিদের হাতে পায়ে ধরেন, সেটি দেশবিরোধী কাজ। বিএনপি যদি এ কথা বলে থাকে সেটিও দেশবিরোধী বক্তব্য।’
সোমবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তথ্যমন্ত্রী। এসময় তিনি সমসাময়িক বিভিন্ন বিষয়েও আলোচনা করে। এর একপর্যায়ে সাংবাদিকরা বিএনপির প্রস্তাবিত রাজনৈতিক বিষয়ে বিদেশিদের মধ্যস্থতা নিয়ে প্রশ্ন করলে তার জবাবে হাছান মাহমুদ এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘যদি কোনো সমস্যা থাকে সেটি, আমাদেরই সমাধান করতে হবে। অতীতেও আমরাই সমাধান করেছি। বিএনপির কোনো বক্তব্য থাকলে নির্বাচন কমিশনে বলতে পারেন। তাদের কোনো বক্তব্য থাকলে তারা সরকারের সঙ্গে কথা বলুক। বিদেশিদের কাছে গিয়ে ধরনা দেওয়া দেশবিরোধী কাজ।’
পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আরেক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, যে পাকিস্তানিদের অনেকেই আমাদের বলেছিল, ভুখা বাঙালি চলে গেছে, খুব ভালো হয়েছে। আজ সেই পাকিস্তান, জনগণ, রাজনীতিবিদরা এমন কি পাকিস্তানের প্রধানমন্ত্রীও আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন।’
হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দেশে যে রাজনীতিবিদরা পাকিস্তানপন্থি কিংবা পাকিস্তানপন্থি হিসেবে পরিচিত ছিল, তাদেরই সন্নিবেশ ঘটিয়ে বিএনপি তৈরি হয়েছে। আর ফখরুল সাহেবও যে পাকিস্তানপন্থি, কদিন আগে পাকিস্তানই ভালো ছিল বলে সেটা উনি প্রমাণ করেছেন।”
তথ্যমন্ত্রী বলেন, ‘পাকিস্তানে এবার রমজানের সময় ১৬ জন পদদলিত হয়ে মারা গেছেন, যে পাকিস্তানের মূল্যস্ফীতি ৩১ শতাংশের ওপরে, যে পাকিস্তানকে আইএমএফ-বিশ্বব্যাংক ঋণ দিচ্ছে না, সেই পাকিস্তানই ভালো ছিল বলেছেন ফখরুল সাহেব।’