মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ০৬:২৫:৪৯

লোভ লালসার ঊর্ধ্বে একজন মানুষ ছিলেন পঙ্কজ ভট্টাচার্য: তথ্যমন্ত্রী

লোভ লালসার ঊর্ধ্বে একজন মানুষ ছিলেন পঙ্কজ ভট্টাচার্য: তথ্যমন্ত্রী

এমটিনিউজ ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পঙ্কজ ভট্টাচার্য রাজনীতিতে লোভ লালসার ঊর্ধ্বে একজন মানুষ ছিলেন। যিনি রাজনীতি করে গেছেন, কোনো পদ-পদবির পেছনে যিনি ছোটেননি।  

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ঐক্য নাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের প্রয়াণে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের তথ্যমন্ত্রী বলেন, পঙ্কজ ভট্টাচার্যের রাজনৈতিক জীবন থেকে আজকের প্রজন্মের অনেক কিছু শেখার আছে। আমি তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। 

তিনি বলেন, আজীবন একজন সংগ্রামী মানুষ ছিলেন পঙ্কজ ভট্টাচার্য। বাংলাদেশের সমস্ত আন্দোলন-সংগ্রামে তার অংশগ্রহণ ছিল, নেতৃত্ব ছিল। ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের স্বাধীনতার সংগ্রাম এবং পরবর্তী সময়ে গণতান্ত্রিক আন্দোলন তার অংশগ্রহণ ছিল।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তিনি (পঙ্কজ ভট্টাচার্য) সারা জীবন গণমানুষের রাজনীতি করেছেন, মেহনতী মানুষ ও দরিদ্র মানুষের কথা বলেছেন। তার মৃত্যুতে আমাদের রাজনৈতিক অঙ্গনের সত্যিকার অর্থে একটা শূন্যতা তৈরি হয়েছে। এটি পূরণ হওয়ার নয়। 

তথ্যমন্ত্রী আরও বলেন, একজন রাজনীতিবিদ কেমন হওয়ার প্রয়োজন তার উদাহরণ হচ্ছে পঙ্কজ ভট্টাচার্য। তিনি রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছেন। তিনি যদি লোভ লালসার পেছনে ঘুরতেন তাহলে রাষ্ট্রীয় জীবনে অনেক পদ পদবি নিতে পারতেন।

এদিকে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের প্রয়াণে শ্রদ্ধা জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গত রোববার রাত ১২টা ২০ মিনিটে রাজধানীল একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পঙ্কজ ভট্টাচার্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে