এমটিনিউজ২৪ ডেস্ক : কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা স্ত্রীসহ করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৮ এপ্রিল) রাত ৯ টায় সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কাদের মির্জার একমাত্র ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য তাশিক মির্জা কাদের।
তিনি বলেন, দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানিয়েছেন বাবার করোনা ফলাফল পজিটিভ। দুই দিন আগে আমার মা আক্তার জাহান বকুলের করোনা পজিটিভ হয়েছে। বাবা এ নিয়ে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন।
তাশিক মির্জা কাদের আরও বলেন, বাবা-মা দুইজনই চিকিৎসকের পরামর্শে বাড়িতে আছেন। তাদের বাসায় চিকিৎসা চলছে। বাবা-মা সকলের কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।
তিনি বসুরহাট পৌরসভার চারবারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন তিনি।