শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ০৯:৪৩:০২

শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি! নষ্ট হয়ে গেছে ৯০ ভাগ আম, ধান ও সবজি

শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি! নষ্ট হয়ে গেছে ৯০ ভাগ আম, ধান ও সবজি

এমটিনিউজ২৪ ডেস্ক : কুষ্টিয়া শহরসহ জেলার ছয়টি উপজেলার বিভিন্ন স্থানে শনিবার বিকেলে শিলাবৃষ্টি হয়েছে। এতে পাকা ধান ও আমসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। বিভিন্ন এলাকার ঘরের টিনের চাল শিলাবৃষ্টিতে ফুটো হয়ে গেছে খবর পাওয়া গেছে।

এই শিলাবৃষ্টিতে জেলা শহরসহ বারখাদা, মঙ্গলবাড়িয়া, জগতি, বটতৈল, মোল্লাতেঘর, মিরপুর উপজেলার মশান, সনওপাড়া, কাকিলাদহ, হিদিরামপুর, মেহেরনগর, কুর্শাসহ প্রায় অর্ধশতাধিক গ্রামে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে প্রায় উক্ত এলাকার ৮০ ভাগ পাকা ধানক্ষেত, বিভিন্ন সবজি ও আম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। কৃষকদের দাবি এই শিলা তাদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

শহরের আড়ুয়াপাড়ার মিজানুর রহমান বলেন, 'আমারসহ আশপাশের প্রত্যেকের বাড়ির গাছের ৮০ ভাগ আম শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে।'  সদর উপজেলার বটতৈল এলাকার কৃষক বাবলু বলেন, 'আমার দুই বিঘা জমির পাকা ধান এবং ১০ বিঘা জমির আমবাগানের প্রায় ৯০ ভাগই শিলা এবং ঝড়বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে।' 

মিরপুরের মশান এলাকার কৃষক আব্দুল হামিদ বলেন, এ বছর বর্গা নিয়ে তিন বিঘা জমিতে লাল শাক ও শসা চাষ করেছিলাম। শিলাবৃষ্টিতে তা তো সব গেলোই আমার ঘরের টিনের চালাও ফুটো হয়ে গেছে। জেলা কৃষি বিভাগ এই শিলাবৃষ্টিতে বিভিন্ন সবজিসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানালেও ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে