রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ০৮:১৪:৪৮

সততার সাথে পরীক্ষা দিতে পারাটাও একটা পরীক্ষা : আহমাদুল্লাহ

সততার সাথে পরীক্ষা দিতে পারাটাও একটা পরীক্ষা : আহমাদুল্লাহ

এমটিনিউজ২৪ ডেস্ক : সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ৩ হাজার ৮১০টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ, নকল এড়িয়ে সততার সাথে পরীক্ষা দেওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।

রবিবার (৩০ এপ্রিল) নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে তিনি বলেছেন, ‘এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। পরীক্ষার্থীদের পরীক্ষা সহজ হোক, সে দোয়া রইলো’।

তিনি আরও বলেন, ‘ফলাফল যা-ই হোক, আল্লাহর উপর ভরসা রেখে সততার সাথে পরীক্ষা দিতে পারাটাও একটা পরীক্ষা। সে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য চাই আল্লাহর ভয় ও একটা সৎ মন। মহান আল্লাহ জীবনের শুরু থেকেই সততা চর্চার তাওফিক দান করুন’।

প্রসঙ্গত, এ বছর সব শিক্ষা বোর্ডে অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী। এ বছর মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ হাজার ৭৯৮টি। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে কেন্দ্র ২ হাজার ২৪৪টি, শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ হাজার ৭৮৬টংগ

মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট কেন্দ্র ৭১৬টি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৮৫টি। কারিগরি শিক্ষাবোর্ডে মোট কেন্দ্র ৮৫০টি এবং মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২ হাজার ৯২৭টি। এবার মোট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ২০৭ টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি। এবারের পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর নজরদারি চালাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড। কেউ প্রশ্নপত্র ফাঁসের গুজব রটালে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে