রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ১০:৩২:৪৫

বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় মোচা, যখন আঘাত হানতে পারে!

বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় মোচা, যখন আঘাত হানতে পারে!

এমটিনিউজ২৪ ডেস্ক : ৯ মে থেকে ১১ মে’র মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

৩০ এপ্রিল, রোববার তিনি জানিয়েছে, ৯ থেকে ১১ মে’র মধ্যে সৃষ্ট ঘূর্ণিঝড়টি ১১ থেকে ১৫ মে’র মধ্যে উপকূলে আঘাত হানতে পারে।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হলে নাম হবে ‘মোচা’। এই নামটি দিয়েছে ইয়েমেন। আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, ঘূর্ণিঝড় মোচা মায়ানমার ও বাংলাদেশের উপকূলে আঘাত হানলে তার সম্ভব্য সময় মে মাসের ১১ থেকে ১৩ তারিখ। তখন ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিবেগ থাকতে পারে ১৫০ থেকে ১৮০ কিলোমিটার।

এদিকে বাংলাদেশ ও ভারতের উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানার সম্ভব্য সময় মে মাসের ১৩ থেকে ১৫ তারিখ। বাতাসের সম্ভব্য গতিবেগ ১২০ থেকে ১৫০ কিলোমিটার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে