মঙ্গলবার, ০২ মে, ২০২৩, ০৯:১৯:২৫

'২০ হাজার টাকা করতে হবে শ্রমিকদের ন্যূনতম মজুরি'

'২০ হাজার টাকা করতে হবে শ্রমিকদের ন্যূনতম মজুরি'

এমটিনিউজ ডেস্ক: চট্টগ্রামে মহান মে দিবসের আলোচনায় শ্রমিকদের নূন্যতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম।

সোমবার (১ মে) সকালে মহানগরীর হাজারীলেইনের দলীয় কার্যালয়ে মে দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ দাবি জানান। পরে মহান মে দিবসে মহানগরীর মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় সিপিবি চট্টগ্রাম জেলার নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় শাহ আলম বলেন, শ্রমিকরা তাদের দাবি আদায় করতে গিয়ে শহীদ হয়েছেন। আজ মে দিবসের চেতনা সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। এ মে দিবস পৃথিবীর সব মানুষকে জাগিয়ে তুলেছে, শ্রমিকশ্রেণিকে ঐক্যবদ্ধ করেছে। পৃথিবীতে শ্রেণিবৈষম্য আজ চূড়ান্ত আকার ধারণ করেছে। একুশ শতাব্দীতে সেটা আরও চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। পুঁজিবাদিরা দেশীয় অর্থনীতিসহ আন্তর্জাতিক অর্থনীতিকে সেদিকে নিয়ে যেতে প্রাণপণ চেষ্টা করছে।

তিনি বলেন, পাকিস্তান আমল থেকে আমরা মে দিবস পালন করে আসছি। তখন মে দিবসে ছুটি ছিল না। স্বাধীনতা অর্জনের পর আমরা মে দিবসে ছুটি পেয়েছি। আমরা উম্মুক্তভাবে মে দিবস পালন করছি। যদিও মে দিবসের মর্মার্থ এ দেশের শ্রমিক ও কৃষকের যে মুক্তি সেটা আরও দূরে চলে গেছে। স্বাধীনতার আগে ২২ পরিবারের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম। এখন এখানে ৩৪টি গ্রুপ দাঁড়িয়ে গেছে।

শাহ আলম বলেন, ৯৬ হাজার কোটিপতি এখন বাংলাদেশে প্রতিষ্ঠিত। দেশে ৯৫ শতাংশ ও ৫ শতাংশ মানুষের মধ্যে এখন লড়াই হচ্ছে। এ লড়াই আমাদের ঐক্যবদ্ধ হয়ে বেগবান করতে হবে। শ্রমিকের নূন্যতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। অনেক প্রতিষ্ঠানে শ্রমিকদের ৮ ঘণ্টার বেশি কাজ করানো হয়। বাড়তি কাজ বা ওভারটাইম করালে মজুরির দ্বিগুণ টাকা মালিকপক্ষকে পরিশোধ করতে হবে।

চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সিপিবির সদস্য প্রদীপ ভট্টাচার্য, ফরিদুল ইসলাম, অমিতাভ সেন, শ্যামল লোধ, হোটেল শ্রমিক মো. শাহজাহান ও যুবনেতা অভিজিৎ বড়ুয়া প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে