এমটিনিউজ২৪ ডেস্ক : দুবাইয়ে স্বর্ণের দোকান দিয়ে আলোচনায় আসা রবিউল ইসলাম ওরফে আরাভ খান ইন্টারপোলের অধীনে এক মাস সাত দিন কারাগারে ছিলেন। তিনি দুবাইতেই ছিলেন। বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে তিনি নিজেই এতথ্য জানিয়েছেন। বলেন, ইন্টারপোলের রেড নোটিশ জারির পর তাকে ডাকা হয়েছিল। তিনি সেই ডাকে সাড়া দেন। এরপর তাকে আটক করা হয়। এক মাস সাত দিন জেলে থাকার পর তাকে ছেড়ে দেয়া হয়।
তিনি বলেন, সবাই ভেবেছে যে জেলে যাওয়ায় আরাভ শেষ। নিজের স্বর্ণের দোকানে বসেই ফেসবুক লাইভে কথা বলতে দেখা যায় আরাভকে। তিনি বলেন, আমি জেলে যাওয়ার পর আমার সঙ্গে যারা ছিল তারাও চলে গেছে।
লাইভে আসার আগে ফেসবুকে আরাভ একটি স্ট্যাটাস দেন। নিজের দোকানে সামনে দাঁড়িয়ে তোলা ছবি দিয়ে তাতে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ আজ থেকে আরাভ জুয়েলার্স ওপেন করলাম।