এমটিনিউজ২৪ ডেস্ক : ঝড়-বৃষ্টি তো দূর অস্ত। সাইক্লোন মোকার (Cyclone Mocha) জেরে বাংলা এখন যেন জ্বলন্ত উনুন। ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। আশঙ্কা রয়েছে তাপপ্রবাহের। বাংলায় সাইক্লোন আছড়ে পড়ার কোনও সম্ভাবনা নেই। বরং বাংলাদেশ অভিমুখী এই ঘূর্ণিঝড় এ রাজ্য থেকে সমস্ত জলীয় বাষ্প শুষে নিয়ে পারদ পৌঁছে দিচ্ছে ৪০ ডিগ্রির উপরে।
মৌসম ভবন জানাচ্ছে, গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যা ইতিমধ্যেই শক্তি বাড়াতে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঝড় মূলত উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর ল্যান্ডফল (Cyclone Mocha Landfall) হতে পারে বাংলাদেশ এবং মায়ানমারের উপকূলভাগ।
বাংলাদেশে এবং মায়ানমার অভিমুখী এই ঘূর্ণিঝড় গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পশ্চিমাঞ্চল থেকে সমস্ত জলীয় বাষ্প শুষে নিচ্ছে। ফলে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল চলাকালীন বাংলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্য জুড়ে।
কলকাতায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। পারদ চড়তে পারে ৪০ ডিগ্রির ঊর্ধ্বে। দিনের বেলা লু বইবে শহরে। চূড়ান্ত অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে মহানগরে। বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ২৩ থেকে ৮৪ শতাংশের মধ্যে।
এদিকে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে। উত্তরবঙ্গের জেলাগুলিও তালিকায় রয়েছে। লু বইবে মালদা, দুই দিনাজপুরেও।
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ১০ তারিখ 'মোখা' ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করবে। পাশাপাশি ১১ তারিখ পর্যন্ত উত্তর ও উত্তর পশ্চিম দিকে গতি ঘুরিয়ে পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে 'মোখা'। এরপর তা বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হতে পারে। এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে জলীয় বাষ্প শুষে নেওয়া হচ্ছে। যার জেরে ক্রমশই বাড়ছে তাপমাত্রার পারদ।