মঙ্গলবার, ০৯ মে, ২০২৩, ১১:২২:৫২

২০০ কিলোমিটার বেগে ভয়াবহ তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় 'মোখা'!

২০০ কিলোমিটার বেগে ভয়াবহ তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় 'মোখা'!

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রবল গতিতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'মোখা'। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশের দাবি ঘিরে বাড়ছে শঙ্কা। সংবাদ মাধ্যম ‘সময় নিউজ’-এর দেওয়া তথ্য মোতাবেক, বাংলাদেশে ঘূর্ণিঝড় হিসেবে ঘণ্টায় ১৮০ থেকে ২০০ কিলোমিটার বেগে ভয়াবহ তাণ্ডব চালাতে পারে 'মোখা', এমনটাই দাবি করছেন এই আবহাওয়াবিদ।

আলিপুর আবাহওয়া দফতর সূত্রে জানানো হচ্ছে, বৃহস্পতিবারের পর ঘূর্ণিঝড়ের অভিমুখ হবে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে। এরই মধ্যে ফেসবুক পোস্টে একাধিক উল্লেখযোগ্য তথ্য ভাগ করে নিয়েছেন গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি দাবি করেছেন, রবিবার ১৪ মে সকাল ৬টা থেকে ১৫ মে সকাল ৬টার মধ্যে মোকা ঘণ্টায় ১৮০ থেকে ২০০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে চট্টগ্রাম, কক্সবাজার এবং মিয়ানমারের মংডু জেলায়।

এই পথেই মোকার ল্যান্ডফল হবে বলে মনে করছেন বিশেষজ্ঞ। এই প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেলের উপর ভরসা রাখছেন মোস্তাফা কামাল পলাশ। যদিও 'মোখা'র ল্যান্ডফল কোথায় হবে তা স্পষ্ট নয়। এই বিষয়ে গবেষক বলেন, মোকা মিয়ানমার বা বরিশাল বিভাগের দিকে যেতে পারে। অর্থাৎ চট্টগ্রাম ও নোয়াখালীর উপর দিয়ে তা পার হবে বলে আশঙ্কা করা হচ্ছে। মংডু জেলায় আছড়ে পড়তে পারে 'মোখা', এমনটাই মনে করা হচ্ছে।

'মোখা' কুতুবদিয়া, টেকনাফ, সেন্টমার্টিন দ্বীপ,মহেশখালী উপজেলার উপর দিয়ে অতিক্রম করতে চলেছে। ঘূর্ণিঝড়ের জন্য বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকছে।

যদি ঘণ্টায় ১৮০ থেকে ২০০ কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হানে সেক্ষেত্রে তা উপকূলের জেলাগুলিতে রীতিমতো তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে আমফান এবং ইয়াসের প্রভাবও পড়েছিল বাংলাদেশে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দেশের প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ করা হচ্ছে।

উপকূলবর্তী এলাকার মানুষজনের জন্য সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখ্য, বাংলায় 'মোখা'র কোনও প্রভাব পড়বে কিনা তা এখনও স্পষ্ট জানা যায়নি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১১ তারিখ পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের কোনও সরাসরি প্রভাব বাংলার উপরে পড়বে না।

ইতিমধ্যেই লালবাজারের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সাধারণ মানুষ যাতে কোনওভাবেই আতঙ্কিত না হন সেই বিষয়ে জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, জানিয়েছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে