মঙ্গলবার, ০৯ মে, ২০২৩, ১১:১২:৩৯

আরও শক্তি সঞ্চয় করে যে দেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোখা’

আরও শক্তি সঞ্চয় করে যে দেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোখা’

এমটিনিউজ২৪ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসতে পারে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর। এর আগেই সর্তকতা জারি করে ঘূণিঝড় ‘মোখা’র কথা জানিয়েছিলেন আবহাওয়াবিদরা।

মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, ঘূর্ণিঝড় ‘মোখা’ আরও শক্তি সঞ্চয় করে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। এটি চট্টগ্রাম, কক্সবাজার ও মিয়ানমারের রাখাইন রাজ্যের ওপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি নিয়ে অধিদপ্তর জানায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে গত মধ্যরাতে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে।

এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবারের ৯ মে’র মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। বুধবারের মধ্যে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এটি বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে। এরপর ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে বাঁক নিতে পারে। এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাংলাদেশ-মিয়ানমার উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে