এমটিনিউজ২৪ ডেস্ক : আগামিকাল বিকেলে মোকা রূপ নেবে ঘূর্ণিঝড়ের৷ আর তারপর বৃহস্পতিবার সকালে এটি শক্তিশালী ঘূর্ণিঝড় এবং বৃহস্পতিবার বিকেলের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ভয়ঙ্কর রূপ নেবে।
ঘূর্ণিঝড় মোকা রবিবার দুপুরে বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের কিয়াপ্পু-এর মাঝে স্থলভাগে আছড়ে পড়বে। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই এটি আছড়ে পড়বে স্থলভাগে। আবহাওয়া দফতর সূত্রে খবর এমনই।
ঘূর্ণিঝড় মোকার সতর্কতায় বৃহস্পতিবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গের উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। মোকার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণেই এই নিষেধাজ্ঞা।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পোর্ট ব্লেয়ার থেকে ৫১০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। বাংলাদেশের কক্সবাজার থেকে ১৪৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে এবং মায়ানমারের সিতওয়ে পোর্ট থেকে ১৩৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।
আগামিকাল বিকেলে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে বৃহস্পতিবার সকালে, এটি শক্তিশালী ঘূর্ণিঝড় এবং বৃহস্পতিবার বিকেলের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ভয়ঙ্কর রূপ নেবে।