এমটিনিউজ২৪ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিতে এসে সন্তান প্রসব করেছেন এক ভর্তিচ্ছু ছাত্রী। মঙ্গলবার (৩০ মে) 'এ' ইউনিটের পরীক্ষা দিতে এসে ক্যাম্পাসের জুবেরি ভবনের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন ওই ছাত্রী। ওই ছাত্রীর বাড়ি নেত্রকোনা জেলায়।
মাইক্রোবাস ভাড়া করে স্বামী, বাবা, মা'সহ পরিবারের পাঁচ-ছয়জনের সঙ্গে ভর্তি পরীক্ষা দিতে এসেছিলেন তিনি। বিষয়টি প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
আকিব জাভেদ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, আমার এক ভর্তিচ্ছুকে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিয়ে আম চত্বরে অপেক্ষায় ছিলাম। পরে জুবেরি ভবনের কাছে কিছু মানুষের ভিড় দেখে এগিয়ে গিয়ে যাযই।
পরে জানতে পারি যে, এক পরীক্ষার্থী সন্তান প্রসব করেছেন। তিনি আরো বলেন, ছাত্রীটি নেত্রকোনা থেকে পরিবারসহ মাইক্রোবাস ভাড়া করে ভর্তি পরীক্ষা দিতে আসেন। আসার পর হঠাৎ প্রসববেদনা ওঠে ওই ছাত্রীর। এরপর গাড়ি জুবেরি ভবনের কাছাকাছি নেওয়া হলে গাড়ির ভেতরই সন্তান প্রসব করেন তিনি।
মেয়েটি পরে অনেক কান্নাকাটি করে পরীক্ষা না দিতে পারার জন্য। কিন্তু পরিবারের কেউ তাকে আর পরীক্ষা দিতে দেননি। পরিবারের সবাই সান্তনা দিতে থাকে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য।