মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৪৬:৫৮

সেই ছেলে এবং সুবা দুইজনেই টিকটকার, উদ্ধারের পর আরও যা জানা গেল

সেই ছেলে এবং সুবা দুইজনেই টিকটকার, উদ্ধারের পর আরও যা জানা গেল

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছর বয়সী শিশু আরাবি ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে সুবার সঙ্গে কথা হলে সে জানায়, নিজ ইচ্ছায় সে এসেছে। যার সঙ্গে সে ঢাকা থেকে এসেছে সে একজন টিকটকার। তার নাম মমিন। সুবা নিজেও একজন টিকটকার। টিকটকের সূত্র ধরেই তারা একে অপরকে চেনে।

 ঢাকা থেকে কাউকে না জানিয়ে নওগাঁয় কিভাবে এসেছে জানতে চাইলে সে বলে, ‘বাসে।’ কেন এসেছে জানতে চাইলে সে বলে, ‘বাসায় ভালো লাগে না তাই।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, ‘এটি প্রেম-সম্পর্কিত ঘটনা। নওগাঁর এক ছেলের সঙ্গে ওই কিশোরী পালিয়েছে। নওগাঁয় ওই ছেলের বাড়িতেই ওই কিশোরীকে খুঁজে পাওয়া গেছে।’

এ ঘটনায় মেয়ের বাবার অসহযোগিতা করছেন দাবি করে রানা বলেন, ‘পুলিশকে সহযোগিতা করা দরকার।

কালকে থেকে পুলিশের অসংখ্য টিম কষ্ট করছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, মেয়ের পরিবার থেকে ছেলের পরিবারে বলা হচ্ছে যে তারা না যাওয়া পর্যন্ত যেন কোনোভাবেই পুলিশের হাতে হস্তান্তর না করা হয়।’

এর আগে বরিশাল থেকে মায়ের চিকিৎসা করাতে পরিবারের সঙ্গে ঢাকায় আসে সুবা। সে বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। গত রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় সুবা।

গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা ইমরান রাজীব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে