শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০৪:২১:৫৫

খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী : নজরুল ইসলাম খান

খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী : নজরুল ইসলাম খান

দিনাজপুর : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা সরকার পতনের কফিনে শেষ পেরেক বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।  গণতন্ত্র রক্ষাকারী ও দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী।

শনিবার দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রদ্রোহ মামলা তুলে নেয়ার দাবিতে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।  

সমাবেশের আয়োজনে করে ঢাকা মহানগর জাগপা।

নজরুল ইসলাম খান বলেন, জনগণকে বিভ্রান্ত করতেই খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে।  এ মামলায় তার সাজা হবে না। এরপরও সরকার অপচেষ্টা করছে।  

তিনি বলেন, এ সরকার মামলাবাজ সরকার।  যত অত্যাচারই করুন না কেন জনগণের বিচার হলো শেষ বিচার।  খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা এদেশের জনগণ মেনে নেবে না।  জনগণ জেগে উঠলে পতন অনিবার্য।

নজরুল ইসলাম খান বলেন, সরকার খালেদা জিয়াকে ভয় পায়।  তাই একের পর এক তার নামে মিথ্যা মামলা দেয়া হচ্ছে।  সরকারের উদ্দেশ্য খালেদা জিয়াকে রাজনীতি করতে দেবে না।  খালেদা জিয়া গণতন্ত্র রক্ষাকারী এবং দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী।  

বিএনপির এই নেতা বলেন, সাবেক প্রধানমন্ত্রী তাজ উদ্দীন আহমেদ, এম আর আক্তার মুকুলসহ অনেক বুদ্ধিজীবী অনেক সময় মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা একেক রকম উল্লেখ্য করেছেন।  খালেদা জিয়া তো কোনো সংখ্যা উল্লেখ করেননি।  তাহলে তো খালেদা জিয়ার আগে তাদের নামে মামলা করা উচিত।

তিনি বলেন, শেখ মুজিব তো যুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করার জন্য কমিটি গঠন করেছিলেন।  প্রতি পরিবারকে দুই হাজার টাকা দেয়ার ঘোষণা করেছিলেন তিনি।  তারপরেও ১ লাখ ২০ হাজার মুক্তিযোদ্ধার নাম পাওয়া গিয়েছিল।

নজরুল ইসলাম খান বলেন, এ সরকার হামলা-মামলাবাজ, দুর্নীতি ও গণতন্ত্র হত্যাকারী সরকার।  জনগণকে বিভ্রান্ত করতেই খালেদা জিয়ার নামে মামলা দেয়া হয়েছে।

নগর জাগপার সভাপতি আসাদুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ।
৩০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে