শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০৬:৪০:৫৫

আপনি কতদিন ক্ষমতায় থাকবেন : শাহ মোয়াজ্জেম

আপনি কতদিন ক্ষমতায় থাকবেন : শাহ মোয়াজ্জেম

নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, বিএনপি নেত্রী কি বক্তব্য দিলেন তাতেই তিনি অপরাধী হয়ে গেলেন? আমরা সবাই তার কথার সমর্থন করলাম, পারলে এখন সবাইকে গ্রেফতার করুন।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা প্রত্যাহার দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা।

তিনি বলেন, আমাদের ধর্মে পয়গম্বরদের সংখ্যা নিয়ে বলা হয় ১ লাখ ৬০ হাজার মতান্তরে ২ লাখ ৬০ হাজার।  এটা কি অপরাধ হয়ে গেল।  পয়গম্বরদের নিয়ে মতান্তর রয়েছে।  হিন্দু ধর্মের লোকেরা মনে করেন, ৩৩ কোটি মতান্তরে ৪০ কোটি দেব-দেবী আছে।  এই লিস্টটা কে করেছে, কে লিখে পড়ে রাখছে।  তারা মুক্তিযোদ্ধাদের চেয়ে কম নয় অনেক বড়।  

বিএনপির এই নেতা বলেন, সারাদেশে চুরি, রাহাজানি আর লুটপাট চলছে। এর প্রতিবাদ করেন খালেদা জিয়া।  আপনি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছেন।  রাষ্ট্রদ্রোহের কোন কথাটা ওনি বলেছেন।  অনেক সময় আমাদের ভুল হতে পারে।  হয়তো সেই ভুলটা চালু হয়ে গেছে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শাহ মোয়াজ্জেম বলেন, একাত্তরে খালেদা জিয়া পাকিস্তানিদের হাতে বন্ধি ছিলেন।  আপনি কোথায় ছিলেন? এখন উনার নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিচ্ছেন।

তিনি বলেন, আপনি যা শুরু করেছেন তা ভালো করছেন না।  পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীনতা এনে দিল্লির কাছে দেয়ার জন্য একাত্তরে জীবনবাজি রেখে যুদ্ধ করিনি।  এক মাসে শীত যায় না।  আপনি কতদিন ক্ষমতায় থাকবেন? মেঘে মেঘে বেলা তো কম হলো না।

শাহ মোয়াজ্জেম বলেন, স্বাধীনতার বারোটা বাজিয়ে দেয়া হয়েছে।  সভা সেমিনার করা যায় না, মানুষ নির্বিঘ্নে কথা বলতে পারে না।  পারস্পরিক দোষারোপের রাজনীতির পরিহার করে ‘স্বাধীনতা রক্ষা’য় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাসাসের সভাপতি এম এ মালেক প্রমুখ।
৩০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে