রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ০২:১৭:০৭

মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু জেনারেল কৃষ্ণা আর নেই

মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু জেনারেল কৃষ্ণা আর নেই

নিউজ ডেস্ক : ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল কেভি কৃষ্ণা রাও।  ৯২ বছর বয়সে শনিবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দিল্লির সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের এই বন্ধুর। এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

জেনারেল কৃষ্ণা নাগাল্যান্ড ও মণিপুরে সন্ত্রাস দমণে ১৯৭০ থেকে ৭২ সাল পর্যন্ত একটি মাউন্টেইন ডিভিশনের নেতৃত্বে ছিলেন। তার নেতৃত্বাধীন ব্রিগেড ১৯৭১ সালে বাঙালির মুক্তি সংগ্রামে অংশ নিয়ে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল শত্রুমুক্ত করতে ভূমিকা রাখে। এই যুদ্ধে বীরত্বের জন্য ভারতীয় সেনাবাহিনী থেকে পদক পান তিনি।

১৯৪২ সালের ৯ আগস্ট তিনি সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। জেনারেল রাও ছিলেন ভারতের ১৪ তম সেনা প্রধান। ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল দলবির সিং সুহাগও পূর্বসূরি কৃষ্ণা রাওয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পাররিকার শোক জানিয়ে বলেন, দেশ আজ একজন দক্ষ সেনানায়ককে হারালো। ১৯৮০ সালে ভারতীয় সেনাবাহিনীর আধুনিকায়নে উদ্যোগের স্বপ্নদর্শী নেতৃত্বে দিয়েছিলেন।
৩১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে