সোমবার, ০৩ জুলাই, ২০২৩, ১২:৪৫:১১

তিন সিটির মেয়রকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী

তিন সিটির মেয়রকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী

এমটিনিউজ ডেস্ক : গাজীপুর, বরিশাল ও খুলনা সিটির নবনির্বাচিত মেয়রদের শপথ পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। আগামী পাঁচ বছরের জন্য শপথ নিয়েছেন তারা।

শপথ নেওয়া তিন মেয়র হলেন- গাজীপুরে জায়েদা খাতুন, বরিশালে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এবং খুলনায় তালুকদার আবদুল খালেক।

এদিকে এই তিন সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। গত ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচিত হন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে