বুধবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:১৭:২৭

হাসপাতালে নেওয়া হয়েছে সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে

হাসপাতালে নেওয়া হয়েছে সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে পাঠানো হয়। 

যদিও ঠিক কী ধরনের অসুস্থতায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। 

তবে নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন।  

তিনি বলেন, ‘সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফকে চেকআপের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। এটি নিয়মিত ঘটনা।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে