সিলেট : র্যাগিংয়ের ঘটনায় ফের উত্তাল হয়ে উঠেছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।র্যাগিংয়ের নামে এক ছাত্রীকে যৌন হয়রানি করা হয়েছে, এমন অভিযোগে রোববার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা র্যাগিংমুক্ত শাবি ক্যাম্পাসের দাবি জানিয়েছেন।
এদিকে র্যাগিংয়ের ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। এছাড়া ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাময়িকভাবে বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থীরা হলেন- মো. মোশাররফ হোসেন, নজরুল ইসলাম, মোশারফ হোসেন, মাহমুদুল হাসান ও অসীম বিশ্বাস।
র্যাগিংয়ের নামে হয়রানির প্রতিবাদে সকালে দলে দলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে মানববন্ধনে অংশ নেন। ১১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন শেষে মিছিল ও সমাবেশ করেছেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার শাবিতে গণিত বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের কতিপয় শিক্ষার্থী একই বিভাগের এক ছাত্রীকে র্যাগিং করে। এতে সে অজ্ঞান হয়ে পড়েন। এ ঘটনার প্রতিবাদ করায় ক্যাম্পাসে ছাত্রদের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল কমিটি র্যাগিংয়ের সঙ্গে জড়িতদের বহিষ্কারের জন্য ডিসিপ্লিনারি কমিটির কাছে সুপারিশ করেছে। সুপারিশ অনুযায়ী ঘটনার সঙ্গে প্রাথমিকভাবে ৫ জনের সংশ্লিতার প্রমাণ পাওয়া গেছে। তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এছাড়া এ ঘটনায় পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলমকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করার কথ বলা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন ও অর্থনীতি বিভাগের প্রভাষক মুন্সি নাসের ইবনে আফজাল।
৩১ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ