রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ০৪:১৩:০৩

‘মন্ত্রিসভা ছাড়ার পক্ষে প্রেসিডিয়াম সদস্যরা’

‘মন্ত্রিসভা ছাড়ার পক্ষে প্রেসিডিয়াম সদস্যরা’

ঢাকা :  দলটির চেয়ারম্যানের বনানীর রাজনৈতিক কার্যালয় সভা শেষে পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের সংবাদ সম্মেলনে বলেছেন, সরকারের মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসার পক্ষে মতামত দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যরা।  তবে বিষয়টি পার্টির চেয়ারম্যানের ওপর ছেড়ে দিয়েছেন তারা।

তিনি বলেন, পরিবেশ পরিস্থিতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন তারা। কারণ জাতীয় পার্টির রাজনীতি জনগণের কাছে পরিষ্কার করা উচিত।

রোববার দুপুর পৌনে ১২টার দিকে জাতীয় পার্টির বনানীর রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

তবে সরকারে থাকা জাতীয় পার্টির তিন মন্ত্রীর মধ্য কেউ সভায় উপস্থিত ছিলেন না।

জি এম কাদের বলেন, জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে।  পার্টিতে কোনো বিরোধ নেই।  পার্টির সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে আমরা বৈঠক করেছিলাম।  তিনি আমাদের গতকাল জানিয়েছেন, অফিসিয়াল তিনটি প্রোগ্রাম থাকায় আজকের বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না।

তিনি বলেন, আজ ফোন করে আমাদের বৈঠক করার কথা বলেছেন তিনি।  বৈঠকে সংখ্যাগরিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।  ৩৭ জন প্রেসিডিয়াম সদস্যের মধ্যে ২৪ জন উপস্থিত ছিলেন।  তিনজন অসুস্থ এবং দুজন বিদেশে থাকায় সভায় অংশ নেননি।

জি এম কাদের বলেন, এরশাদ যেদিকে আছেন পার্টিও সেদিকে থাকবে। রওশাদ এরশাদের সঙ্গে কোনো বিরোধ নেই তার।  তিনি আমাদের মায়ের মতো।  তিনি কোথাও বলেননি যে, এরশাদের সঙ্গে কোনো বিরোধ আছে তার।  

রহুল আমিন হাওলাদার বলেন, আগামী ১৬ ফেব্রুয়ারির বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে।
৩১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে