রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ১০:৪২:১২

আগামী সোমবার বিকেলের পর রাজধানীর সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ

আগামী সোমবার বিকেলের পর রাজধানীর সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ

এমটিনিউজ ডেস্ক : বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ জুলাই (সোমবার) বিকেল ৫টার পর থেকে রাজধানী ঢাকা মহানগরীর সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শনিবার (১৫ জুলাই) বাজুসের সহকারী মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) মো. তানভীর আহমেদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ১৭ জুলাই বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে সারাদেশে উদযাপিত হবে। সেটি সফল করতে ওই দিন বিকেল ৫টার পর রাজধানীর সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

একই দিনে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমান সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, এদিন রাত ১২টা থেকে ১৮ জুলাই দিবাগত রাত ১২টা পর্যন্ত গুলশান, বনানী ও ক্যান্টনমেন্টের কিছু এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। এছাড়া রোববার (১৬ জুলাই) রাত ১২টা থেকে সোমবার (১৭ জুলাই) রাত ১২টা পর্যন্ত গুলশান, বনানী ও ক্যান্টনমেন্টের কিছু এলাকায় বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেটকার, ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে